ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ৭৬ বার

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালে যেভাবে পুলিশকে দায়িত্ব দেবে সেইভাবে দায়িত্ব পালন করা হবে।

বুধবার (১৫ মার্চ) বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, নির্বাচন কমিশন পুলিশ বাহিনীকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের একটি পুরাতন প্রতিষ্ঠান এবং আমরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলার এই দায়িত্ব সফলতার সাথে স্বার্থকভাবে পালন করে আসছি। দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির কারণে এবং পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধির কারণে সবাই মিলে কাজ করে সেগুলো দমন করা হয়েছে। সবাই মিলে বলতে, দেশের আপামর জনসাধারণ, মিডিয়া কর্মী, গোয়েন্দা সংস্থা, পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন প্রশাসনের সবাই মিলে একই প্ল্যাটফর্মে একযোগে কাজ করে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বিরাট উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এ উন্নয়নকে ধরে রাখতে চাই। কারণ আমরাই দেখিয়েছি সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি। দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব একটা পরিবেশে বিরাজ করছে। এই পরিবেশ ধরে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুতি রয়েছে।

সুপ্রিম কোর্টে পুলিশের হামলাসহ দেশের বেশকিছু স্থানে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, আমরা মনে করি দায়িত্ব পালনে সাংবাদিকরা আমাদের পরিপূরক। আমি আগেই বলেছি আমরা একসাথে একযোগে কাজ করি। প্রত্যেকটি ঘটনায় যে অভিযোগ আসবে সেটার ফেইজ টু ফেইজ তদন্ত করে অবশ্যই আইনগত ও বিধিগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাই নেবো।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে আইজিপি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ব্লাড ব্যাংক এবং পুলিশ লাইন্স নবনির্মিত অস্ত্রাগার ভবনের উদ্বোধন করেন। পরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক: আইজিপি

আপডেট টাইম : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালে যেভাবে পুলিশকে দায়িত্ব দেবে সেইভাবে দায়িত্ব পালন করা হবে।

বুধবার (১৫ মার্চ) বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, নির্বাচন কমিশন পুলিশ বাহিনীকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের একটি পুরাতন প্রতিষ্ঠান এবং আমরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলার এই দায়িত্ব সফলতার সাথে স্বার্থকভাবে পালন করে আসছি। দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির কারণে এবং পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধির কারণে সবাই মিলে কাজ করে সেগুলো দমন করা হয়েছে। সবাই মিলে বলতে, দেশের আপামর জনসাধারণ, মিডিয়া কর্মী, গোয়েন্দা সংস্থা, পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন প্রশাসনের সবাই মিলে একই প্ল্যাটফর্মে একযোগে কাজ করে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বিরাট উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এ উন্নয়নকে ধরে রাখতে চাই। কারণ আমরাই দেখিয়েছি সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি। দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব একটা পরিবেশে বিরাজ করছে। এই পরিবেশ ধরে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুতি রয়েছে।

সুপ্রিম কোর্টে পুলিশের হামলাসহ দেশের বেশকিছু স্থানে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, আমরা মনে করি দায়িত্ব পালনে সাংবাদিকরা আমাদের পরিপূরক। আমি আগেই বলেছি আমরা একসাথে একযোগে কাজ করি। প্রত্যেকটি ঘটনায় যে অভিযোগ আসবে সেটার ফেইজ টু ফেইজ তদন্ত করে অবশ্যই আইনগত ও বিধিগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাই নেবো।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে আইজিপি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ব্লাড ব্যাংক এবং পুলিশ লাইন্স নবনির্মিত অস্ত্রাগার ভবনের উদ্বোধন করেন। পরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।