বিশ্বকাপেই কী কেরিয়ারের ১০০০ তম ম্যাচ, ভয়ডরহীন মেসি

পিএসজির দুর্দান্ত জয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। লিগ ওয়ানের ম্যাচে নঁতেকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। এই ম্যাচেই আবার একটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্লাব ক্যারিয়ারে গোল ও সহায়তা মিলে ১০০০ সংখ্যার দেখা পেয়েছেন তিনি।

ফরাসি জায়ান্টদের প্রথম গোলটিই করেন মেসি। পেনাল্টি অঞ্চলে কাছ থেকে এক শটে গোলটি করেন কাতার বিশ্বকাপজয়ী তারকা।

বর্তমানে মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৯৯টি গোলের মালিক হলেন। তবে ক্লাবের হয়ে সরাসরি গোল ও গোলে সহায়তা ১০০০ পার করেছেন। ক্লাবের হয়ে মেসি ৮৪১ ম্যাচে ৭০১টি গোল করেছেন ও ২৯৯ গোলে সহায়তা করেছেন।

চলতি মৌসুমে মেসি লিগ ওয়ানে ২১টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১২টি গোল করিয়েছেন।

এদিকে আগামী ম্যাচেই মেসির জন্য আরও দুটি রেকর্ড অপেক্ষা করছে। আর মাত্র একটি গোল করলেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০০ গোলের মালিক হবেন। আর একটি গোলে সহায়তা করলে ৩০০ অ্যাসিস্ট হবে তার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর