ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজন ও প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদযাপন করা হয়। শনিবার সকালে সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় প্রদর্শনীতে স্থানীয় খামারীরা তাদের পালিত পশু-পাখি নিয়ে আসে। প্রদর্শনীতে মোট ২৫টি ষ্টল অংশগ্রহন করে। প্রদর্শনী পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ উসমান গনি, ওসি তদন্ত আহসান হাবিব, আওয়ামী লীগের সেক্রেটারি সোহরাব উদ্দিন ঠাকুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ সহকারী শাহিন মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মূল্যায়ন কমিটির সুপারিশ মোতাবেক কয়েকটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় হিসেবে খামারীদের কে ক্রেষ্ট, নগদ টাকা, প্রাণীর পুষ্টিকর খাবার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরন করা হয়।
সংবাদ শিরোনাম
ইটনায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদযাপন
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ