নির্বাচনকে সামনে রেখে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা প্রসঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ দীর্ঘদিন যাবৎ নির্বাচনি দায়িত্ব পালন করে আসছে। আগামী দিনেও যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত স্টুডিও ডরমেটরি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশ সেই নীতিতে কাজ করে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে বিদেশিরা এ দেশে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে। এতে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশে এসেও লেগেছে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর