ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক জহুর আহমেদ চৌধুরী হল, জাতীয় প্রেসক্লাব, ১৩ ফেব্রুয়ারি সোমবার, সময় বেলা সাড়ে এগারটা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বন্ধু, খেলাঘর-শুভানুধ্যায়ী ও তরুণ কর্মী সংগঠক বন্ধুরা,
জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি,
২ মার্চ থেকে ৫ মাঘ ১৪২৯ চার দিনব্যাপী (বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার) জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পটি খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পের আয়োজন প্রতি বছরই করে থাকে খেলাঘর। ক্যাম্পে সারা দেশের বিভিন্ন মহানগর জেলা ও উপজেলার শাখা আসরগুলোর প্রায় এক হাজার শিশু-কিশোর ও সংগঠক অংশ নেবেন। ভারতের সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য গঠিত কিশোর বাহিনী এবং আগরতলা ও নেপালের আরো দুটি শিশু সংগঠনও ক্যাম্পে আসবে।
জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প সফলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পাল্লা কায়সারকে চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শ্যামল দত্ত ও ডা. আবু সাঈদকে কো-চেয়ারম্যান এবং সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু ও কেন্দ্রীয় সদস্য নীহার রঞ্জন সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে গঠিত ১০১ সদস্যের প্রস্তুতি পরিষদ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
খেলাঘরের এ আয়োজনের উদ্দেশ্য, আগামী দিনের দেশ-জাতির কর্ণধার শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন।
খেলাঘর শিশু-কিশোরদের শরীর গঠনে খেলাধুলা ও শারীরিক ব্যায়াম এবং শিশুমনের সুকুমার বৃত্তিগুলোর বিকাশে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে।

এবারের ক্যাম্পেও তাই রয়েছে, কুচকাওয়াজ, সম্মান প্রদর্শন (গার্ড অব অনার), আনন্দদায়ক শারীরিক কসরৎ, ডিসপ্লে, ভঙ্গিগীতি, ব্রতচারী-নৃত্য, ব্যায়াম, যোগব্যায়াম ও প্রাথমিক চিকিৎসা। রয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাংগঠনিক প্রশিক্ষণও। দেশবরেণ্য প্রগতিশীল মেধাবী বুদ্ধিজীবীরা ক্যাম্পে অতিথি হয়ে আসবেন। শিশু-কিশোরদের দেশ ও দেশের মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে উৎসাহ দেবেন তারা।

শিশু-কিশোর ভাই-বোনদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, শিশুর হাসিতে উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলতে এবং তাদের সচেতন, সুশৃঙ্খল ও সুন্দর জীবন গঠনের অন্তরায়গুলো থেকে মুক্ত রেখে গঠনমূলক সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৭০ বছর ধরে কাজ করে যাচ্ছে খেলাঘর।

খেলাঘর আন্দোলনের এসব মহৎ উদ্দেশ্য এবারের ক্যাম্পে প্রতিফলিত হবে। ক্যাম্পের শিক্ষামূলক কর্মসূচি এবং আলোকিত চেতনার খবর সারা দেশের মানুষকে জানাতে গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০২:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক জহুর আহমেদ চৌধুরী হল, জাতীয় প্রেসক্লাব, ১৩ ফেব্রুয়ারি সোমবার, সময় বেলা সাড়ে এগারটা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বন্ধু, খেলাঘর-শুভানুধ্যায়ী ও তরুণ কর্মী সংগঠক বন্ধুরা,
জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি,
২ মার্চ থেকে ৫ মাঘ ১৪২৯ চার দিনব্যাপী (বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার) জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পটি খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পের আয়োজন প্রতি বছরই করে থাকে খেলাঘর। ক্যাম্পে সারা দেশের বিভিন্ন মহানগর জেলা ও উপজেলার শাখা আসরগুলোর প্রায় এক হাজার শিশু-কিশোর ও সংগঠক অংশ নেবেন। ভারতের সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য গঠিত কিশোর বাহিনী এবং আগরতলা ও নেপালের আরো দুটি শিশু সংগঠনও ক্যাম্পে আসবে।
জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প সফলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পাল্লা কায়সারকে চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শ্যামল দত্ত ও ডা. আবু সাঈদকে কো-চেয়ারম্যান এবং সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু ও কেন্দ্রীয় সদস্য নীহার রঞ্জন সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে গঠিত ১০১ সদস্যের প্রস্তুতি পরিষদ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
খেলাঘরের এ আয়োজনের উদ্দেশ্য, আগামী দিনের দেশ-জাতির কর্ণধার শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন।
খেলাঘর শিশু-কিশোরদের শরীর গঠনে খেলাধুলা ও শারীরিক ব্যায়াম এবং শিশুমনের সুকুমার বৃত্তিগুলোর বিকাশে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে।

এবারের ক্যাম্পেও তাই রয়েছে, কুচকাওয়াজ, সম্মান প্রদর্শন (গার্ড অব অনার), আনন্দদায়ক শারীরিক কসরৎ, ডিসপ্লে, ভঙ্গিগীতি, ব্রতচারী-নৃত্য, ব্যায়াম, যোগব্যায়াম ও প্রাথমিক চিকিৎসা। রয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাংগঠনিক প্রশিক্ষণও। দেশবরেণ্য প্রগতিশীল মেধাবী বুদ্ধিজীবীরা ক্যাম্পে অতিথি হয়ে আসবেন। শিশু-কিশোরদের দেশ ও দেশের মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে উৎসাহ দেবেন তারা।

শিশু-কিশোর ভাই-বোনদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, শিশুর হাসিতে উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলতে এবং তাদের সচেতন, সুশৃঙ্খল ও সুন্দর জীবন গঠনের অন্তরায়গুলো থেকে মুক্ত রেখে গঠনমূলক সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৭০ বছর ধরে কাজ করে যাচ্ছে খেলাঘর।

খেলাঘর আন্দোলনের এসব মহৎ উদ্দেশ্য এবারের ক্যাম্পে প্রতিফলিত হবে। ক্যাম্পের শিক্ষামূলক কর্মসূচি এবং আলোকিত চেতনার খবর সারা দেশের মানুষকে জানাতে গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।