হাওর বার্তা ডেস্কঃ পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের বিষয় নিয়ে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পর সংযোজন-বিয়োজন করার সুযোগ রয়েছে। এর প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, দেশে অযথা সম্প্রীতি নষ্ট করার পথ তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচন এলে এগুলো হয়। এসব করার সুযোগ দেওয়ার সময় নেই।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, হজযাত্রীদের ডলার সংকট হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন বলেও জানান তিনি।