বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই; অধ্যাপক নেহাল আহমেদ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। বর্তমান সময়ে উন্নত বিশ্বের শিক্ষা কার্যক্রমের সাথে আমরা অনেক পিছিয়ে ছিলাম। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নতুন কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় আগামী কয়েক বছরে আমাদের শিক্ষার মান ভারত, নেপাল, ভুটানকে পেছনে ফেলে অনেক দুর এগিয়ে যাবে।

শনিবার বিকালে ইটনা উপজেলায় মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনে হাওড়ের তিনটি উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বক্তব্যে এ কথা গুলো বলেন। তিনি আরও বলেন নতুন কারিকুলামে জাতীয় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহনে সারাদেশে একযোগে রেকর্ড ৪ লক্ষ ১৮ হাজার ৫ শত শিক্ষককে এ প্রশিক্ষন দেয়া হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক কলেজ (৩) তপন কুমার দাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার মাকসুদা,ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, অষ্ট্রগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসার আসানুল জাহিদ, মিঠামইন তমিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা খাতুন, ইটনা মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক পান্নালাল বাবু প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর