মাশরাফীর সিলেটকে থামাতে পারছে না কেউ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বের চার দিনই ম্যাচ খেলল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তজার দলের ফলাফল বদলাল না একবারও। টানা চার জয়। চট্টগ্রাম পর্বে যাওয়ার আগের রাতে পাওয়া জয়টি ৬২ রানের।

মিরপুরে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরস পাত্তাই পায়নি সিলেটের কাছে। এবারের আসরে প্রথম দল হিসেবে দুইশ রান তোলা সিলেট জয় পেয়েছে হেসেখেলে।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল আগে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। অধিনায়ক নাসির হোসেন ৪৪ ও মোহাম্মদ মিঠুন ৪২ রান করে হারের ব্যবধান কিছুটা কমান।

ইমাদ ওয়াসিম, মাশরাফী ও মোহাম্মদ আমির দুটি করে উইকেট নেন। রেজাউর রহমান রাজা, নাজমুল হোসেন শান্ত ও থিসারা পেরেরা নেন একটি করে উইকেট।

আগেই টেবিলের শীর্ষস্থানে থাকা সিলেট এবার এগিয়ে রইল আরও। আগে ব্যাট করে ৮ উইকেটে ২০১ রান তোলে দলটি। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটিই সর্বাধিক দলীয় স্কোর।

তিন নম্বরে ব্যাট করতে নামা তৌহিদ হৃদয় ৪৬ বলে ১৮২.৬০ স্ট্রাইক রেটে ৫ চার ও ৫ ছক্কায় ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আগের দুটি ম্যাচেই করেন ফিফটি। ধারাবাহিকতা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তও। করেছেন ৫৭ রান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর