ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবদের মনে রাখা উচিত জনগণই সব ক্ষমতার উৎস : হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হাইকোর্ট বলেছেন, জনগণই সব ক্ষমতার উৎস, এটা সচিবদের মনে রাখা উচিত। সচিবালয়ে বসে নিজেদের দায়িত্ব ভুলে গেলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

আদালত বলেন, সচিবরা আদালতের আদেশ মানেন না। আবার তাদের তলব করলে বিব্রতবোধ করেন। এ সময় উপসচিবকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনি নিজেও সচিবের রুমে সহজে প্রবেশ করতে পারবেন না।

‘সরকারি কর্মকর্তারা নিজেদের অনেক বড় কিছু মনে করেন। তারা যদি জনগণকে বন্ধু মনে করত, তবে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না,’ বলেন আদালত।

এদিন ১৪ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তাদের দায়ের করা এক আদালত অবমাননার মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি হিসেবে তলবে হাজির হন উপসচিব মো. আব্দুর রহমান।

৭ বছরেও হিসাবরক্ষণ কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তি না করায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, ৭ বছরে একটি আবেদন নিষ্পত্তি করতে পারলেন না। পক্ষে-বিপক্ষে যাই হোক আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে আবেদনটি অনেক আগেই নিষ্পত্তি করা উচিত ছিল।

পরে আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, দেশের সব পৌরসভায়-অ্যাকাউন্ট ও অডিট বিভাগের পরিবর্তে হিসাব ও নিরীক্ষা বিভাগ গঠন করার জন্য অ্যাকাউন্টস অফিসার পদে কর্মরত ১৪ জন অফিসার বিভিন্ন সময়ে মন্ত্রণালয় এবং দপ্তরে দরখাস্ত করেছিলেন। এরপর একাধিকবার যোগাযোগ করার পরও সংশ্লিষ্ট দপ্তর তাদের আবেদন নিষ্পত্তি করার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ২০১৭ সালে ওই ১৪ জন অফিসার হাইকোর্ট বিভাগে একটি রিট করেন। রিটের শুনানি শেষে ২০১৭ সালের ২০ নভেম্বর স্থানীয় সরকার সচিব, দাখিল করা দুটি দরখাস্ত কোনো ব্যর্থতা ছাড়া এক মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। আপিল বিভাগ ২০২০ সালের ২৩ মার্চ রাষ্ট্রপক্ষের সিভিল পিটিশনটি খারিজ করেন। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলেও আদালতের আদেশ না মানায় স্থানীয় সরকার সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সচিবদের মনে রাখা উচিত জনগণই সব ক্ষমতার উৎস : হাইকোর্ট

আপডেট টাইম : ০১:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ হাইকোর্ট বলেছেন, জনগণই সব ক্ষমতার উৎস, এটা সচিবদের মনে রাখা উচিত। সচিবালয়ে বসে নিজেদের দায়িত্ব ভুলে গেলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

আদালত বলেন, সচিবরা আদালতের আদেশ মানেন না। আবার তাদের তলব করলে বিব্রতবোধ করেন। এ সময় উপসচিবকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনি নিজেও সচিবের রুমে সহজে প্রবেশ করতে পারবেন না।

‘সরকারি কর্মকর্তারা নিজেদের অনেক বড় কিছু মনে করেন। তারা যদি জনগণকে বন্ধু মনে করত, তবে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না,’ বলেন আদালত।

এদিন ১৪ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তাদের দায়ের করা এক আদালত অবমাননার মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি হিসেবে তলবে হাজির হন উপসচিব মো. আব্দুর রহমান।

৭ বছরেও হিসাবরক্ষণ কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তি না করায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, ৭ বছরে একটি আবেদন নিষ্পত্তি করতে পারলেন না। পক্ষে-বিপক্ষে যাই হোক আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে আবেদনটি অনেক আগেই নিষ্পত্তি করা উচিত ছিল।

পরে আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, দেশের সব পৌরসভায়-অ্যাকাউন্ট ও অডিট বিভাগের পরিবর্তে হিসাব ও নিরীক্ষা বিভাগ গঠন করার জন্য অ্যাকাউন্টস অফিসার পদে কর্মরত ১৪ জন অফিসার বিভিন্ন সময়ে মন্ত্রণালয় এবং দপ্তরে দরখাস্ত করেছিলেন। এরপর একাধিকবার যোগাযোগ করার পরও সংশ্লিষ্ট দপ্তর তাদের আবেদন নিষ্পত্তি করার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ২০১৭ সালে ওই ১৪ জন অফিসার হাইকোর্ট বিভাগে একটি রিট করেন। রিটের শুনানি শেষে ২০১৭ সালের ২০ নভেম্বর স্থানীয় সরকার সচিব, দাখিল করা দুটি দরখাস্ত কোনো ব্যর্থতা ছাড়া এক মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। আপিল বিভাগ ২০২০ সালের ২৩ মার্চ রাষ্ট্রপক্ষের সিভিল পিটিশনটি খারিজ করেন। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলেও আদালতের আদেশ না মানায় স্থানীয় সরকার সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।