হাওর বার্তা ডেস্কঃ লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোল ব্যবধানে জিতে সেরা আটে জায়গা করে নিল পর্তুগাল। আর এর মাধ্যমে শেষ হলো রাউন্ড অব সিক্সটিনের খেলা। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালপর্ব।
ইডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হবে সেরা আটের প্রথম ম্যাচ। সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ব্রাজিল ও টাইব্রেকারে জাপানের কাছে জিতে সেরা আটে ওঠেছে ক্রোয়েটরা।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুর্দান্ত ছন্দে থাকা নেদারল্যান্ড। রাউন্ড অব সিক্সটিনে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। আর অস্ট্রেলিয়ার কাছে জিতেছে আর্জেন্টিনা।
টাইব্রেকারে শক্তিশালী স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কো লড়বে রোনালদোর পর্তুগালের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালপর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে গ্যারেথ সাউদগেটের ইংল্যান্ড।
এক নজরে দেখে নিন কার বিপক্ষে নামবে কোন দল
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
ফ্রান্স বনাম ইংল্যান্ড
পর্তুগাল বনাম মরক্কো