আদালতের নির্দেশে পৈতৃক ভিটা ফিরে পেলো সৈয়দ আজিমুল হক

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী মৌজায় তিয়শ্রী গ্রামের মৃত সৈয়দ আব্দুল হকের ছেলে সৈয়দ আজিমুল হক বাদী হয়ে দীর্ঘ ১৩ বছর মামলা পরিচালনার পর উচ্চ আদালতের নির্দেশে আজ সোমবার (১৪ নভেম্বর) পৈতৃক ভিটা ফিরে পান।

উপজেলার তিয়শ্রী গ্রমের মৃত কিনাম উদ্দিনের ছেলে মোঃ অফিক মিয়া দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক তার প্রতিবেশী সৈয়দ আজিমুল হকের পৈতৃক ভিটা দখল করে রাখলে গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ আলোচনা সাপেক্ষে সমাধানের বার বার চেষ্টা করে ব্যার্থ হলে, সৈয়দ আজিমুল হক  ২০০৯ সালে আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ ১৩ বছর মামলা পরিচালনার পর চলতি বছরের জানুয়ারী মাসে উচ্চ আদালত সৈয়দ আজিমুল হকের পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে আজ সৈয়দ আজিমুল হক তার পৈতৃক ভিটে ফিরে পান ।
মহামান্য আদালতের পক্ষে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা জজ আদালতের নাজির মোঃ মহিউদ্দিন, জারি কারক মোঃ আব্দুল মালেক, এড.কমিশনার মোঃ আনিসুর রহমান শুভ্র, মদন থানা সাব-ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর