নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী

বিজয় দাস, নেত্রকোনাঃ নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সজল। এ নির্বাচনে জেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নেত্রকোনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,অসিত কুমার সজল (আনারস প্রতীক) মোট ভোট পেয়েছেন ৯৩৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত আসমা সুলতানা আশরাফ (প্রজাপতি) ভোট পেয়েছেন ২১৯টি। এছাড়াও ঘোড়া প্রতীক নিয়ে মো: সাহিদ খান জ্যোতি ভোট পেয়েছেন ৪৫টি।

এদিকে সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন, কলমাকান্দায় এসএম আলমগীর গোলাপ, সদর উপজেলা সৈয়দ বজলুর রশিদ, মোহনগঞ্জে মো: সোহেল রানা, আটপাড়ায় মোহাম্মদ ছানোয়ার উদ্দিন, বারহাট্টায় মো: লুৎফুর রহমান চঞ্চল, দুর্গাপুরে সুরমী আক্তার সুমী, খালিয়াজুরীতে মাযহার কিবরিয়া, মদনে এস এম মনিরুল হাসান টিটু, কেন্দুয়ায় মোস্তাফিজুর রহমান বিপুল, পূর্বধলায় মো: আফতাব উদ্দিন।

এছাড়াও সংরক্ষিত আসন-১ এ শাহনাজ পারভীন, সংরক্ষিত আসন-৩ এ ফরিদা ইয়াসমিন বিজয়ী হয়েছেন।

এদিকে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে নেত্রকোনায় জেলা পরিষদের নির্বচান। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।জেলার ১০ উপজেলায় ১০টি ভোট কেন্দ্রে ২০টি কক্ষে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ২১১ টি। এর মধ্যে পুরুষ ভোটার ৯২৬ জন এবং নারী ভোটার ২৮৫ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর