হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ দল নিয়ে শুরু হয়েছে লিগ। যেখানে দারুণ ছন্দে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে তারা। আজ সোমবার (১০ অক্টোবর) স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে ক্লাবটি।
ম্যাচের পঞ্চদশ মিনিটেই সাইফুলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিল। তবে পরবর্তীতে আর ব্যাবধান বাড়েনি। সাইফুলের গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল।
এর আগে ঢাকা আহনীকেও হারিয়েছে শেখ রাসেল। এছাড়া মোহামেডান, চিটাগং আবাহনী এবং বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করেছিল ক্লাবটি।
উল্লেখ্য, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্দেশ মোতাবেক প্রিমিয়ার লিগের প্রতিটি ক্লাবের যুব দলও থাকতে হবে। এই নির্দেশনা অবশ্য নতুন নয়। নির্দেশনা মেনে আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যুব দল নিয়ে প্রতিযোগিতা হয়েছে। তবে আগের আসরগুলোতে লিগ হয়নি, টুর্নামেন্ট আয়োজন করে দায়িত্ব শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।