করিমগঞ্জে বজ্রপাতে পিতা নিহত, পুত্র গুরুতর

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. আক্কাস আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় তার ছেলে আরকান (১৪) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের ফালিয়া বিলের পাশে আন্তার বন্দে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আক্কাস মিয়া ইউনিয়নের সুলতাননগর গ্রামের কাছুম আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (৮ অক্টোবর) বিকালে আক্কাস আলী তার ছেলে আরকানকে নিয়ে গ্রামের পিছনে আন্তার বন্দে ধানের জমিতে ঘাস তুলতে গিয়েছিলেন।

এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে পিতা-পুত্র দুজনেই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। ছেলে আরকানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর