ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খেরসন এবং জাপোরিজঝিয়ার স্বাধীনতার ডিক্রিতে পুতিনের স্বাক্ষর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ১০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের দখলকৃত অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজঝিয়া, খেরসনকে রাশিয়াভুক্ত করতে গণভোটের পর এবার ওই অঞ্চলগুলোর স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এসব কথা গণমাধ্যমকে জানিয়েছেন। গত শুক্রবার থেকে টানা ৫ দিন ধরে চলা গণভোট শেষ হয়েছে গত মঙ্গলবার।

দিমিত্রি পেসকোভ আরও জানিয়েছেন, শুক্রবার মস্কোর সময় অনুযায়ী দুপুর তিনটায় নতুন আরও দুই অঞ্চলের ডিক্রিও জারি করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর মাধ্যমে সদ্য গণভোট হওয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি।

এদিন ইউক্রেনের চারটি অঞ্চলের সঙ্গে সমঝোতা চুক্তি সই করবেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার সঙ্গে এ চারটি অঞ্চল যুক্ত হওয়া মানে ইউক্রেনের প্রায় ১৫ ভাগ অঞ্চল রাশিয়ার হয়ে যাবে। এসব অঞ্চলে ৪০ লাখ মানুষ বাস করেন।

ইউক্রেনের যতটুকু অঞ্চল রাশিয়া দখল করে নিতে যাচ্ছে সেগুলো প্রায় হাঙ্গেরির সমান জায়গা। অর্থাৎ ইউরোপের একটি দেশের সমান অঞ্চল ‘চিরজীবনের’ জন্য দখল করে নিতে যাচ্ছে রাশিয়া।

আনুষ্ঠানিক চুক্তি শেষে প্রেসিডেন্ট পুতিন ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন। এরপর ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি।

এদিকে, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ গণভোটকে অবৈধ আখ্যায়ীত করে প্রত্যখ্যান করেছে এবং নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খেরসন এবং জাপোরিজঝিয়ার স্বাধীনতার ডিক্রিতে পুতিনের স্বাক্ষর

আপডেট টাইম : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের দখলকৃত অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজঝিয়া, খেরসনকে রাশিয়াভুক্ত করতে গণভোটের পর এবার ওই অঞ্চলগুলোর স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এসব কথা গণমাধ্যমকে জানিয়েছেন। গত শুক্রবার থেকে টানা ৫ দিন ধরে চলা গণভোট শেষ হয়েছে গত মঙ্গলবার।

দিমিত্রি পেসকোভ আরও জানিয়েছেন, শুক্রবার মস্কোর সময় অনুযায়ী দুপুর তিনটায় নতুন আরও দুই অঞ্চলের ডিক্রিও জারি করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর মাধ্যমে সদ্য গণভোট হওয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি।

এদিন ইউক্রেনের চারটি অঞ্চলের সঙ্গে সমঝোতা চুক্তি সই করবেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার সঙ্গে এ চারটি অঞ্চল যুক্ত হওয়া মানে ইউক্রেনের প্রায় ১৫ ভাগ অঞ্চল রাশিয়ার হয়ে যাবে। এসব অঞ্চলে ৪০ লাখ মানুষ বাস করেন।

ইউক্রেনের যতটুকু অঞ্চল রাশিয়া দখল করে নিতে যাচ্ছে সেগুলো প্রায় হাঙ্গেরির সমান জায়গা। অর্থাৎ ইউরোপের একটি দেশের সমান অঞ্চল ‘চিরজীবনের’ জন্য দখল করে নিতে যাচ্ছে রাশিয়া।

আনুষ্ঠানিক চুক্তি শেষে প্রেসিডেন্ট পুতিন ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন। এরপর ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি।

এদিকে, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ গণভোটকে অবৈধ আখ্যায়ীত করে প্রত্যখ্যান করেছে এবং নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে।