ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের অন্যতম স্পন্সর কোম্পানি ‘মাস্টারকার্ড’-এর আয়োজন করা ভোটে টুর্নামেন্টের ইতিহাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এক্ষেত্রে তিনি জিনেদিন জিদান ও ক্রিস্টিয়ানো রোনালদেকে পেছনে ফেলেছেন। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বড় ৬ স্পন্সর কোম্পানির একটি ‘মাস্টারকার্ড’। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সেরা খেলোয়াড় নির্বাচনে তারা ইউরোপের সব দেশে থেকে ভোট গ্রহণ করেছে। ইউরোপের ফুটবল ভক্তদের সর্বোচ্চ ২৭ শতাংশ ভোট পেয়ে চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। ১২ শতাংশ ভোট নিয়ে তারপর আছেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। আর লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলপ্রেমীদের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে আছেন। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার পেয়েছেন ১১ শতাংশ ভোট। আর ব্রাজিলের রোনালদো ৭ ও ইংলিশ স্টাইলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম পেয়েছেন ৪ শতাংশ ভোট। পঞ্চাশোর্ধ বয়সের মানুষের বেশি ভোট পেয়ছেন মেসি। দেশ হিসেবে তিনি বেশি ভোট পেয়েছেন ইংল্যান্ড, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি, তুরস্ক, রাশিয়া ও হাঙ্গেরি থেকে। আর ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ও জিদান ফ্রান্সের ভোট সবচেয়ে বেশি পেয়েছেন।
সংবাদ শিরোনাম
চ্যাম্পিয়ন্স লীগে সর্বকালের সেরা মেসি
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
- ৩৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ