ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন ডানপন্থী জর্জিয়া মেলোনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালির সংসদ নির্বাচনে বুথ ফেরত জরিপে ভোটে এগিয়ে আছেন কট্টর ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি।

বুথ ফেরত জরিপ অনুযায়ী, মেলোনি ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিতবেন। তিনি প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেট্টার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত মেলোনির ডানপন্থী নেতৃত্ব ৪১-৪৫ শতাংশ ভোটে এগিয়েছে।

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের গত রোববার গ্রিনিচ মান সময় ভোর পাঁচটায় (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে।

নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপে ডানপন্থীদের জেতার আভাস মিলেছে।

বিভিন্ন জনমত জরিপে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি এগিয়ে ছিল।

মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।

৪৫ বছর বয়সি মেলোনি নির্বাচনি প্রচারণা বিদেশি ও অভিবাসীদের প্রতি কঠোর নীতি অবলম্বনের ঘোষণা দেন। এ কারণে, দেশটির অভিবাসীরা বেশ উদ্বিগ্ন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ নির্বাচনের দিকে নজর রাখছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। সুইডেনের নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইতালিও ডানপন্থী সরকার পাচ্ছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংশয়বাদী মনোভাব পোষণ করলেও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে সমর্থন করেন মেলোনি। তবে তাঁর মিত্রদের অবস্থান ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, পুতিনকে ইউক্রেন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইতালিতে বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন ডানপন্থী জর্জিয়া মেলোনি

আপডেট টাইম : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ইতালির সংসদ নির্বাচনে বুথ ফেরত জরিপে ভোটে এগিয়ে আছেন কট্টর ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি।

বুথ ফেরত জরিপ অনুযায়ী, মেলোনি ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিতবেন। তিনি প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেট্টার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত মেলোনির ডানপন্থী নেতৃত্ব ৪১-৪৫ শতাংশ ভোটে এগিয়েছে।

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের গত রোববার গ্রিনিচ মান সময় ভোর পাঁচটায় (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে।

নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপে ডানপন্থীদের জেতার আভাস মিলেছে।

বিভিন্ন জনমত জরিপে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি এগিয়ে ছিল।

মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।

৪৫ বছর বয়সি মেলোনি নির্বাচনি প্রচারণা বিদেশি ও অভিবাসীদের প্রতি কঠোর নীতি অবলম্বনের ঘোষণা দেন। এ কারণে, দেশটির অভিবাসীরা বেশ উদ্বিগ্ন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ নির্বাচনের দিকে নজর রাখছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। সুইডেনের নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইতালিও ডানপন্থী সরকার পাচ্ছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংশয়বাদী মনোভাব পোষণ করলেও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে সমর্থন করেন মেলোনি। তবে তাঁর মিত্রদের অবস্থান ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, পুতিনকে ইউক্রেন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে।