বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় যুক্তরাষ্ট্র: রাশিয়া

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে রাশিয়া। মার্কিনিদের বিরুদ্ধে তাইওয়ান নিয়ে আগুন খেলার অভিযোগ আনলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এছাড়া নিষেধাজ্ঞার শক্তি ব্যবহার করে বিশ্বকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ রাশিয়ার।

জাতিসংঘের ৭৭তম অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার পর মস্কোর বিরুদ্ধে কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ল্যাভরভ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন এশিয়ান অঞ্চলগুলোকে ‘বশীভূত’ করার চেষ্টা করছে। তারা তাইওয়ানের চারপাশে আগুন নিয়ে খেলছে। তাইওয়ানকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে।’

তাইওয়ানের ব্যাপারে পুতিন স্পষ্টভাবে চীনকে সমর্থন করেছেন। পুতিন গত সপ্তাহে বলেছিলেন, “আমরা ‘এক চীন’ নীতিকে দৃঢ়ভাবে মেনে চলতে চাই। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের উপগ্রহের উসকানির নিন্দা জানাই।”

ল্যাভরভ ওয়াশিংটনকে নিষেধাজ্ঞার মাধ্যমে ‘পুরো বিশ্বকে নিজের উঠোনে পরিণত করার’ চেষ্টা করার অভিযোগ করে বলেন, এটি ভেজালহীন একনায়কত্ব বা চাপিয়ে দেওয়ার চেষ্টা।’

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর মস্কোর উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: রয়টার্স

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর