হাওর বার্তা ডেস্কঃ বুধবার একদিন বিরতির পর মিয়ানমার সেনাবাহিনী তুমব্রু সীমান্তে আবারো ব্যাপক গুলি ছুড়েছে বলে জানা গেছে। অপরদিকে আরাকান আর্মির সদস্যরাও সেনা সদস্যদের গুলির প্রতি উত্তরে পাল্টা গুলি ছুড়েছে। এতে তুমব্রু সীমান্ত এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা।
সীমান্ত এলাকার একাধিক সূত্র থেকে জানা গেছে, ঢেঁকিবুনিয়া ও তুমব্রু ঘাঁটিতে স্টকে গোলাবারুদ বাড়িয়ে মিয়ানমার বাহিনী আবারো
গুলি ছুড়েছে। বুধবার সন্ধ্যার পর মংডু থেকে গাড়িভর্তি গোলাবারুদ নিয়ে আসার পর রাত ১১টা থেকে সীমান্তে ফের গোলাগুলি শুরু করে মিয়ানমার সেনা সদস্যরা। এতে থেমে থাকেনি আরাকান আর্মির সদস্যরাও। এ অবস্থার কারণে সীমান্ত অধিবাসীরা রাতের ঘুমাতে পারছেনা। তারা উৎকণ্ঠায় রয়েছে বলে জানিয়েছেন ঘুমধুমের শিক্ষক শেখ জামালসহ অনেকেই।
তুমব্রু সীমান্তের অধিবাসীরা আরো জানায়, তারা ধারণা করেছিল বুধবার একদিন শান্ত হওয়ার মধ্য দিয়ে সীমান্তে হয়ত শান্ত হয়ে গেছে। কিন্তু না থামছেনা গুলাগুলি।
সীমান্তে গুলাগুলির বিষয়টি সমপূর্ণ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও এতে ভোগান্তি বাড়ছে এই পারে।