রাশিয়া তার স্বাধীনতার জন্য লড়াই করবে: পুতিন

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া ভবিষ্যত প্রজন্ম এবং একটি মহান ভবিষ্যতের জন্য তার স্বাতন্ত্র্য ও স্বাধীনতা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রাশিয়ার রাষ্ট্রত্বের সূচনার ১,১৬০তম বার্ষিকী উপলক্ষে উৎসবে এ কথা বলেছেন।

‘আমরা আমাদের পিতৃভূমির জন্য, আমাদের মাতৃভূমির জন্য, আমাদের স্বাতন্ত্র্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য লড়াই করব। আমরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বংশধরদের নামে তাদের রক্ষা নিরাপত্তা দেব এবং রক্ষা করব। এ সব কিছুই রাশিয়া, এর মহান ইতিহাস এবং মহান ভবিষ্যতের জন্য,’ তিনি বলেছিলেন।

 

পুতিনের মতে, ‘বৈচিত্র্যময় রাশিয়ান জাতি অংশ হওয়া গর্বের,’ তবে এটি একটি দায়িত্ব এবং কর্তব্যও বটে। ‘আমাদের সভ্যতা আসল, এর নিজস্ব পথ আছে, এবং এটি সম্পর্কে এক বিন্দুও দ্বিধার অবকাশ নেই। এই সভ্যতা আমাদের – এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ প্রেসিডেন্ট বলেছিলেন। সূত্র: তাস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর