হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনীয় সেনাবাহিনী বিশাল ক্ষয়ক্ষতির মধ্যে আর্টিওমভস্ক শহরের দক্ষিণের অবস্থান ছেড়ে পালাচ্ছে। কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটি ইউক্রেনের বাখমুত নামে পরিচিত।
লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) মিলিশিয়া অফিসার আন্দ্রে মারোচকো মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
‘ইউক্রেনীয় সৈন্যরা আর্টিওমভস্ক শহরের দক্ষিণে প্রথম সারির অবস্থান ছেড়ে চলে যাচ্ছে। কারণ হল তারা তাদের যুদ্ধের ক্ষমতা হারিয়েছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে, আমাদের সৈন্য এবং মিত্র বাহিনী সাফল্য অর্জন করেছে,’ এলপিআর গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে তিনি টেলিগ্রামে লিখেছেন।
এর আগে ডোনেৎস্ক নেতা ডেনিস পুশিলিন সোমবার বলেছেন যে, মিত্র বাহিনী আর্টিওমভস্ক এবং উগলেদারের দিকে অগ্রসর হচ্ছে।