সীমান্তের ঘটনায় আরসা-আরাকান বাহিনীর ওপর দায় চাপালো মিয়ানমার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার সীমান্তের ঘটনায় দেশটি আরাকান আর্মি ও রাখাইনের সশস্ত্র বাহিনী আরসার ওপর দায় চাপিয়েছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার জন্য তারা সীমান্তে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপিতোয় সীমান্তের ঘটনায় মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উ জো ফিয়ো উইন।

বৈঠকের বিষয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরাকান আর্মি ও আরসা বাহিনী গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের সীমান্ত বাহিনীর ওপর মর্টারশেল নিক্ষেপ করে। সে সময় তিনটি মর্টারের গোলা বাংলাদেশের ভূ-খণ্ডে পড়ে। আরাকান আর্মি ও আরসা ১৭ সেপ্টেম্বরও সীমান্তে আবারো হামলা চালায়। সে সময়ও মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নষ্ট করার জন্য আরসা ও আরাকান বাহিনী এ হামলা করছে বলে দাবি করেছে মিয়ানমার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর