শেখ হাসিনাকে গয়েশ্বর বললেন, ‘এত সুন্দর জেলখানা বানাইছেন, থাকবেন না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এত সুন্দর জেলখানা বানাইছেন, সেখানে থাকবেন না, এটা কী করে হয়?’

তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে লণ্ডভণ্ড করছেন, দুর্যোগ খুব কাছে। আলীবাবা চল্লিশ চোরা একসাথে জেলখানায় যাবেন।’

মঙ্গলবার (২৪ মে) দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তি দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে করে গয়েশ্বর বলেন, ‘পালিয়ে থাকবেন না। আইনের আশ্রয়ে যান। জেলে থাকা সম্মানজনক।

কিছুটা নিরাপদও। আন্দোলন সংগ্রাম যেহেতু নাই, জেলখানায় থাকাই ভাল। পালিয়ে থাকতে যে খরচা হয় জেলে থাকলে এত খরচ হবে না।’

তিনি বলেন, ‘বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে জনগণকে বিভ্রান্ত করতে চেয়ে সরকার পারেননি। একের পর এক নাটক, মিথ্যা বলে বেশিদিন টিকে থাকা যায় না।’

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন একটা হচ্ছে শোনা যাচ্ছে অথচ এমন আলামত দেখি না। ২০১৪ সালের মতো একই পরিস্থিতি থাকলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।’

একই অনুষ্ঠানে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বলেন, ‘ক্ষমতা ছেড়ে দিলে হাসিনা নিজেও বাঁচবে না তার দলও বাঁচবে না এ শঙ্কায় রয়েছেন। তারা ভয় পেয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়। এজন্য গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এখনো সময় আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন। অন্যথায় ফল ভাল হবে না। এজন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

‘বিএনপি ষড়যন্ত্রের দল না, ষড়যন্ত্রও করে না। নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায় না বিএনপি’, বলেন তিনি।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার, কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।-বাংলামেইল

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর