হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমনি। মাত্র একমাস আগেই তাদের ঘর আলো করে এসেছে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।
গত শনিবার রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। আর দিনটি উদযাপন করতে ভোলেননি এ দম্পতি। কেক কেটে ছেলের মাসপূর্তির উদযাপন করেছেন রাজ-পরী।
কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করে পরী লিখেছেন, ‘আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।’
পরী জানান, রাজ্যের জন্মের প্রথম দিন থেকে সব ছবি জমিয়ে রাখছেন। ছেলের সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করবেন পরী। এগুলো রাজ্য বড় হয়ে দেখবে।
এদিকে শুটিং মিস করলেও কাজে ফিরতে তাড়া নেই পরীর। কাজ নিয়ে পরী গণমাধ্যমে বলেন, ‘একসময় তো কাজ করবই। তবে কাজে ফিরতে তাড়াহুড়ো নেই। কারণ, রাজ্য আমার জীবন। তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারব না।’
এর আগে গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাজ্যর জন্ম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন ১০ জানুয়ারি।