রমজানের পবিত্রতা বজায় রাখতে প্রতি বছরের মতো এবারও সাপ্তাহিক ছবি মুক্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে একটি বা দুটি ছবি মুক্তি পেলেও রমজানে সেটা বন্ধ থাকে। যদিও বিষয়টিকে ‘রমজানের পবিত্রতা রক্ষা’ বলা হলেও আদপে কিন্তু তা নয়। রোজার মাসে ছবি মুক্তি দিলে ব্যবসায়িকভাবে প্রচুর মার খেতে হয়। এমনিতেই সিনেমা হলে দর্শক সমাগম কম। রমজানে সেটাও থাকে না। তাই এ মাসে ছবি মুক্তি দিয়ে কোনো রকম ‘ঝুঁকি’ নিতে রাজি নন প্রযোজকরা। প্রতি বছর রমজানের এক সপ্তাহ আগে থেকে ছবি মুক্তি দেয়া বন্ধ হলেও এবার সেটা হচ্ছে প্রায় পনের দিন আগে। আজ দুটি ছবি মুক্তির মিছিলে থাকলেও এর মধ্যে একটি মুক্তি পাচ্ছে। অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি মুক্তির জন্য আবেদন করা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত মুক্তি দেয়া হয়নি। এ ছবিটি তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’-এর পরিবর্তিত নাম। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে নুরুল ইসলাম প্রীতম পরিচালিত ‘দিওয়ানা মন’। এ ছবিতে অভিনয় করেছেন নির্জনা। যদিও এ ছবিটি গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল। হল সংকটের কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি বলে সূত্র জানিয়েছে। রমজানের আগে ২৭ মে ও ৩ জুন দুই সপ্তাহ রয়েছে। কিন্তু এ সপ্তাহগুলোতে নতুন কোনো ছবি মুক্তি দেয়া হবে না বলে জানা গেছে। রমজানের আগে মাত্র কয়েকদিনের জন্য ছবি মুক্তি দিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না প্রযোজকরা। এ প্রক্রিয়া চালু থাকবে প্রায় দেড় মাস। এর মধ্যে নির্মাতা ঈদে নতুন ছবি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আসছে ঈদে পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে শাকিব খান অভিনীত তিনটি ছবি। তবে শেষ পর্যন্ত কয়টি ছবি মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয়।
সংবাদ শিরোনাম
বন্ধ হচ্ছে ছবি মুক্তির প্রক্রিয়া
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬
- ২৭১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ