জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব মোহাম্মদ তাইসীর বানি ইয়াসীন তিনদিনের সরকারি সফরে আজ শুক্রবার বাংলাদেশে আসছেন।
জর্ডানের পররাষ্ট্র মহাসচিব পর্যায়ের কোনো ব্যক্তির এটি বাংলাদেশে প্রথম সরকারি সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- তার এই সফরকালে বাংলাদেশ ও জর্দানের দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়াদি নিয়ে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়াও জর্ডানের মহাসচিব তার ঢাকা সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক জর্ডানের মহাসচিবের সঙ্গে থাকবেন।