সামান্য কারণে বিয়ে ভেস্তে যাওয়ার যেন ধুম লেগেছে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। এ বার আলোকসজ্জা কেন ম্রিয়মাণ হয়েছে‚ সেই কারণে কানপুরের এটাওয়াহতে নাকচ হল বিয়ে।
এটাওয়ার বাধপুরা থানার খেড়া আজবসিং গ্রামে বিয়ে করতে এসেছিল বিজয় সিং। মধ্যপ্রদেশের মোরেনা থেকে। বিয়ের জয়মাল্য অনুষ্ঠানে বরপক্ষের মনে হল‚ আলো যেন কম কম। মেয়ের বাড়ির লোকজনকে তারা বলল আলোর সাজ বাড়াতে। উল্টে কনেপক্ষ জানিয়ে দিল তারা এর থেকে বেশি আলো দিতে পারবে না। এই তুচ্ছ ঘটনা থেকে শুরু বাদানুবাদ। সবার সামনেই শুরু হয় হবু শ্বশুর-জামাইয়ের তীব্র বিবাদ। এমনই অবস্থা হয়‚ বিয়ে করবেন না বলে জানিয়ে দেন কনে। মেয়ের বাড়ির লোকের অভিযোগ‚ পাত্রপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। যে ছেলে এত সামান্য কারণে ঝামেলা করে‚ তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করে তারা। শেষে পঞ্চায়েত ডেকে দু’ পক্ষই ফেরত দিয়ে দেয় সব উপহার। পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু কোনও মামলা রুজু করা হয়নি। বাধপুরা থানার পুলিশ অবাক‚ এত তুচ্ছ কারণেও বিয়ে বাতিল হয় ?