হাওর বার্তা ডেস্কঃ উয়েফা সুপার কাপের ফাইনালে খেলতে ফিনল্যান্ডের হেলসিঙ্কি পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বিমানবন্দরে পৌঁছানোর পর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন দলটির ফুটবলাররা।
এ ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে অভিষেকের অপেক্ষায় দুই নতুন রিক্রুট অ্যান্তনিও রুডিগার ও অরেলিয়েন চৌয়ামেনি।
নতুন মৌসুম শুরুর আগে নতুন উদ্যমে নিজেদের ফিরে পেতে মুখিয়ে আছে রিয়াল। প্রাক মৌসুম প্রস্তুতিটাও খুব একটা ভালো যায়নি তাদের। তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে। তবে এবার প্রাক মৌসুমের শেষ ম্যাচ উয়েফা সুপার কাপটা নিশ্চয়ই রাঙাতে চাইবে মাদ্রিদের ক্লাবটি। সে লক্ষ্যেই হেলসিঙ্কির উদ্দেশ্যে অ্যানচেলত্তির শিষ্যদের এ যাত্রা।
ইউরোপা লিগ চ্যাম্পিয়ন এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের জন্য মোট ২৫ সদস্যের দল নিয়ে হেলসিঙ্কি গেছে রিয়াল। এরমধ্যে ২৪ জন প্রথম সারির ফুটবলার। আর ২৫ নম্বর খেলোয়াড় হিসেবে গেছেন গোলরক্ষক লুইস লোপেজ।
রিয়ালের ২৫ সদস্যের স্কোয়াডে তিনজন গোলরক্ষক ছাড়াও আছে ছয় ফরোয়ার্ড আর আট ডিফেন্ডার। এছাড়া মাঝমাঠে টনি ক্রুস, ক্যাসেমিরোসহ আট মিডফিল্ডার রেখেছেন কোচ। এখান থেকেই সেরা একাদশ নিয়ে হেলসিঙ্কিতে শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে লস ব্লাঙ্কোস।
অন্যদিকে, ফ্রাঙ্কফুর্টও অপেক্ষায় আছে নতুন মৌসুম শুরুর। তবে, তার আগে শিরোপা জিতে আত্মবিশ্বাসটা আরো বাড়িয়ে নিতে চায় জার্মান ক্লাবটি। সুপার কাপের আগে তাই নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছে ইউরোপা লিগ চ্যাম্পিয়নরাও।