ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার, ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ১০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে।এর পর থেকে ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। খবর দ্য ডনের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে যে, মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে শাহবাজ গিলকে তার গাড়ি থেকে ‘টেনেহিঁচড়ে’ আনা হয় এবং হেফাজতে নেওয়ার আগে নির্যাতন করা হয়েছিল। তার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ইমরান খান টুইট করে বলেন,  ‘এটি একটি অপহরণ, গ্রেফতার নয়। এমন লজ্জাজনক কাজ কি কোনো গণতন্ত্রে ঘটতে পারে? রাজনৈতিক কর্মীদের শত্রু হিসেবে গণ্য করা হয়েছে এবং আমাদের সবাইকে একটি বিদেশি মদদপুষ্ট দুর্বৃত্তদের সরকারকে মেনে নিতে বাধ্য করছে।’

এর কয়েক ঘণ্টা পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন যে, পুলিশ সদস্যরা পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার করেছে এবং পরবর্তীকালে  ‘রাষ্ট্রের পক্ষে’ এ বিরোধী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে।

তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা করা হয়েছে। অন্যান্য অভিযোগ ছাড়াও এফআইআরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার ধারা যুক্ত করা হয়েছে।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় চ্যানেল এআরওয়াই নিউজ দ্বারা সম্প্রচারিত একটি লাইভ শোতে সোমবার তার মন্তব্যের কারণে গিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সেনাবাহিনীতে কথিত ফাটল সম্পর্কে কথা বলেছিলেন।

এদিকে ইমরান খানের বাসভবন বানিগালার দিকে আন্দোলনের খবর পাওয়ার পর পিটিআইপ্রধানের সুরক্ষার জন্য পাঞ্জাবের পুলিশকে পাঠানোর কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ কায়েদ (পিএমএল-কিউ) নেতা মুনিস এলাহি। এক টুইটার বার্তায় এলাহি লেখেন, বানিগালার দিকে আন্দোলনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার, ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা

আপডেট টাইম : ১২:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে।এর পর থেকে ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। খবর দ্য ডনের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে যে, মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে শাহবাজ গিলকে তার গাড়ি থেকে ‘টেনেহিঁচড়ে’ আনা হয় এবং হেফাজতে নেওয়ার আগে নির্যাতন করা হয়েছিল। তার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ইমরান খান টুইট করে বলেন,  ‘এটি একটি অপহরণ, গ্রেফতার নয়। এমন লজ্জাজনক কাজ কি কোনো গণতন্ত্রে ঘটতে পারে? রাজনৈতিক কর্মীদের শত্রু হিসেবে গণ্য করা হয়েছে এবং আমাদের সবাইকে একটি বিদেশি মদদপুষ্ট দুর্বৃত্তদের সরকারকে মেনে নিতে বাধ্য করছে।’

এর কয়েক ঘণ্টা পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন যে, পুলিশ সদস্যরা পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার করেছে এবং পরবর্তীকালে  ‘রাষ্ট্রের পক্ষে’ এ বিরোধী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে।

তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা করা হয়েছে। অন্যান্য অভিযোগ ছাড়াও এফআইআরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার ধারা যুক্ত করা হয়েছে।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় চ্যানেল এআরওয়াই নিউজ দ্বারা সম্প্রচারিত একটি লাইভ শোতে সোমবার তার মন্তব্যের কারণে গিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সেনাবাহিনীতে কথিত ফাটল সম্পর্কে কথা বলেছিলেন।

এদিকে ইমরান খানের বাসভবন বানিগালার দিকে আন্দোলনের খবর পাওয়ার পর পিটিআইপ্রধানের সুরক্ষার জন্য পাঞ্জাবের পুলিশকে পাঠানোর কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ কায়েদ (পিএমএল-কিউ) নেতা মুনিস এলাহি। এক টুইটার বার্তায় এলাহি লেখেন, বানিগালার দিকে আন্দোলনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।