সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘের প্রতিনিধি বা বিদেশিদের মধ্যস্থতায় বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।
বুধবার ফেনীর অদূরে ছাগলনাইয়া উপজেলায় মুহুরী সেতু উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি সাপেক্ষে আবার বাংলাদেশে আসতে
পারেন জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
সম্প্রতি সংস্থাটির উপমুখপাত্র এ কথা বলেছেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখলে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যিনি অপরাধ করেছেন, তাকে তো শাস্তি পেতে হবে।
সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবার আমাদের সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হবে। এ সম্মেলন জাতীয় উৎসবে পরিণত হবে।
সেতুমন্ত্রী বলেন, অতীতে যারা নানা অপকর্মে জড়িত ছিলেন, যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যারা নিষ্ক্রিয় ছিলেন তারা পুরস্কৃত হবেন না। নতুন কমিটি হবে নবীন-প্রবীণের সমন্বয়ে।