যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীদের ধরিয়ে দিতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, উগ্র ইসলাম বিশ্ব জুড়ে প্রচণ্ড সংকট তৈরি করেছে। “পুরো পৃথিবী জুড়ে বোমা ফুটছে, নিরাপত্তাহীনতা..সুইডেন তো একাজ করছে না।”
“মুসলিমদের সিদ্ধান্ত নিতে হবে তারা সন্দেহভাজন সন্ত্রাসীসের পুলিশের হাতে তুলে দেব কিনা।”
মুসলিমদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করার কথা বলে বিতর্কের জন্ম দেওয়া মি ট্রাম্প বলেন, তিনি মুসলিম বিরোধী নন, বরঞ্চ সন্ত্রাস বিরোধী।
ব্রিটেনের আইটিভির সাথে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ঐ বক্তব্য নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
তিনি বলেন তার বক্তব্যকে শুধু রাজনীতিকরা সমালোচনা করেছেন। বিশ্বের কোটি কোটি মানুষ বরঞ্চ বলেছে, “ডোনাল্ড ঠিক কথাই বলেছে।”
“আমার ঐ বক্তব্যের পর মানুষ চিন্তা করেছে। ব্যক্তিগতভাবে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তা নয়ে আমি পরোয়া করিনা।”
সাদিক খান, ক্যমেরনের সমালোচনা
তাকে অজ্ঞ বলে বর্ণনা করায় লন্ডনের নব-নির্বাচিত মেয়র সাদিক খানের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।
মুসলমানদের আমেরিকায় ঢুকতে না দেওয়ার বক্তব্য নিয়ে মি ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যমেরন। তিনি বলেছিলেন, মি ট্রাম্প মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন।
সে প্রসঙ্গে মি ট্রাম্প বলেন, ডেভিড ক্যমেরনের সাথে হয়তো তার সুসম্পর্ক থাকবে না।