হাওর বার্তা ডেস্কঃ শায়জা ৩৫। সম্প্রতি সময়ে দেশ-বিদেশের গণমাধ্যমে নজড় কেরেছেন তিনি। পুরুষের মতো গোঁফ রেখেছেন এই ভারতীয় নারী। গোঁফ আছে বলে সুন্দরী নই, এটা কখনও মনে হয়নি বলেন তিনি। থাকেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কান্নুর জেলায়।
ফেসবুকে শায় জার ছবি দেখে কিংবা তাকে সরাসরি যারা দেখেন তাদের অনেকেই তাকে গোঁফ রাখা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি শুধু এটাই বলতে পারি যে আমি এটা খুব পছন্দ করি।
তিনি নিজের ভ্রু চেঁছে চিকন করেন নিয়মিত। কিন্তু গোঁফ পরিষ্কার করেন না। বছর পাঁচেক আগে তার গোঁফ বেশ দৃশ্যমান হয়। তখন থেকেই তিনি তা রেখে দিয়েছেন।
তাকে দেখার পর অনেক মানুষ গোঁফ ফেলে দেওয়ার কথা বলেন। তবে তিনি তাদের কথায় তা করেন না। তিনি বলেন, আমার কখনো এটা মনে হয়নি, এটি থাকার কারণে আমি সুন্দর না বা এটি এমন কিছু যা আমার থাকা উচিত নয়।
সূত্র: বিবিসি বাংলা