হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। ফলে প্লাবিত হয়ে পড়েছে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এ সকল এলাকায় পানিতে ডুবে নষ্ট হচ্ছে নানা জাতের উঠতি ফসল। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার (১৬ জুন) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, উজানে ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি উঠতে শুরু করায় বিপাকে পড়ছে জনসাধারণ। এ সকল এলাকার হাজার হাজার বিঘা ফসলি জমির পাট, তিল, কাউন, বাদাম, শাক-সবজিসহ উঠতি ফসল নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা।