হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, বোমা হামলার পরই ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে তালেবানের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। আফগানিস্তানের এ অঞ্চলটি ব্যাপক সুন্নি পাশতুন সম্প্রদায়ের বসবাস।
গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটিতে বোমা হামলার ঘটনা ব্যাপক কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।
রমজানেও ভয়াবহ হামলায় দেশটির বেশকিছু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ওই সময়ের হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)।
সূত্র: ভয়েস অব আমেরিকা