হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার দখলদার সেনাদের বিরুদ্ধে চরম কামান যুদ্ধ চলছে ইউক্রেনের সেনাদের। ফলে তাদের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে।
তিনি জানিয়েছেন, রাশিয়ার সেনারা তাদের চেয়ে অনেক শক্তিশালী। ইউক্রেনের সেনারা অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ তাদের গোলা শেষ হয়ে যাচ্ছে। খবর সংবাদ সংস্থা এএফপির।
মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অস্ত্র পাঠানোর বিষয়টি আরও ত্বরান্বিত করেন এবং ইউক্রেনকে যেন দূরপাল্লার অস্ত্র দেন, তাতে করে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করতে পারবেন তারা।
গভর্নর ভিটালি কিম বলেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সহায়তা খুব খুব গুরুত্বপূর্ণ।
এদিকে এর আগে ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের ডেপুটি প্রধান ভাদইয়াম স্কিবিটস্কি একই রকম আর্জি জানিয়েছিলেন।
তিনি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধ ময়দানে রাশিয়ানদের অগ্রযাত্রা আটকে রাখতে তাদের আরও অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন।