ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ১৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৩১ মে ২০২২, মঙ্গলবার। ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৭৯০- মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৮৯- প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯০২- বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯৩৫- কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।

জন্ম
১৫৭৭- মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন নূর জাহান।
১৮৩৪- ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। অধুনা বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জন্ম গ্রহণ করেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। ছেলেবেলা তার ছদ্মনাম ছিল রামচন্দ্র দাস, সংক্ষেপে রাম। তাই পরিণত বয়সে তিনি রামের ইতিবৃত্ত (১৮৬৮) নামে একটি আত্মচরিত রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ ‘সদ্ভাব শতক’ (ঢাকা, ১৮৬১)। এই বইটির অধিকাংশ কবিতা নীতিমূলক, যা সুফী এবং হাফিজের ফার্সি কবিতার অনুসরণে রচিত।
১৯০৮- মার্কিন অভিনেতা ও কৌতুক অভিনেতা ডন আমিচি।
১৯২৬- প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার প্রবীর সেন।

মৃত্যু
১৯১০- ব্রিটিশ চিকিৎসক এলিজাবেথ ব্ল্যাকওয়েল।
১৯৬৮- ভারতীয় বাঙালি গণিতবিদ অমিয়চরণ ব্যানার্জি।
২০০৯- প্রখ্যাত মালায়ালম ও ইংরেজি সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার কমলা দাস।
২০১৪- মার্কিন অভিনেত্রী মার্থা হাইয়ার।

দিবস
বিশ্ব তামাকমুক্ত দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজকের এই দিনে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্ম

আপডেট টাইম : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৩১ মে ২০২২, মঙ্গলবার। ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৭৯০- মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৮৯- প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯০২- বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯৩৫- কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।

জন্ম
১৫৭৭- মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন নূর জাহান।
১৮৩৪- ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। অধুনা বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জন্ম গ্রহণ করেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। ছেলেবেলা তার ছদ্মনাম ছিল রামচন্দ্র দাস, সংক্ষেপে রাম। তাই পরিণত বয়সে তিনি রামের ইতিবৃত্ত (১৮৬৮) নামে একটি আত্মচরিত রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ ‘সদ্ভাব শতক’ (ঢাকা, ১৮৬১)। এই বইটির অধিকাংশ কবিতা নীতিমূলক, যা সুফী এবং হাফিজের ফার্সি কবিতার অনুসরণে রচিত।
১৯০৮- মার্কিন অভিনেতা ও কৌতুক অভিনেতা ডন আমিচি।
১৯২৬- প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার প্রবীর সেন।

মৃত্যু
১৯১০- ব্রিটিশ চিকিৎসক এলিজাবেথ ব্ল্যাকওয়েল।
১৯৬৮- ভারতীয় বাঙালি গণিতবিদ অমিয়চরণ ব্যানার্জি।
২০০৯- প্রখ্যাত মালায়ালম ও ইংরেজি সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার কমলা দাস।
২০১৪- মার্কিন অভিনেত্রী মার্থা হাইয়ার।

দিবস
বিশ্ব তামাকমুক্ত দিবস।