প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭১তম অধিবেশন কো-চেয়ার হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল এই আমন্ত্রণের জানান।
প্রধানমন্ত্রী এতে তার সদয় সম্মতি দেন বলে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন তার প্রেসসচিব ইহসানুল করিম।