কিছু দিন আগে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে ক্যাটলিন জেনারের ছবি দেখে চমকে উঠেছিলেন অনেকে। ভাবতেই পারেননি লিঙ্গ পরিবর্তন করে এমন এক সুন্দরী হয়ে উঠতে পারেন কেউ। আর ওই সুন্দরী নারী হলেন আমেরিকান রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানের সৎ বাবা।
৬৫ বছরের ক্যাটলিনকে এত দিন সবাই চিনতেন ব্রুস জেনার নামে। অলিম্পিকসেও যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। অনেক বছর ধরেই তার সুপ্ত ইচ্ছা ছিল নারী হয়ে ওঠার। এবার তা পূরণ করলেন। আর সঙ্গে সঙ্গে মিলে গেল ভ্যানিটি ফেয়ারের কাভার গার্ল হওয়ার সুযোগ।
সবমিলিয়ে সৎ-মেয়ের চেয়ে কম ভাগ্যবান নয় ক্যাটলিন জেনার।
শোবিজে লিঙ্গ পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন শোতে হেঁটে বেড়ানো মডেলদের অনেকেই রূপান্তরকামী। তেমন কয়েকজন হলেন- আন্দ্রেজা পেজিক, হারি নেফ, জ্যাজ জেনিংস, চামিলা আসাঙ্কা, বেগম নওয়াজিশ আলী ও আমেলিয়া মালতেপি।
এদের মধ্যে আমেলিয়া মালতেপি জন্মসূত্রে বাংলাদেশী। তবে এখন কানাডার বাসিন্দা। তার একটাই লক্ষ্য মিস ওয়ার্ল্ডের শিরোপা পাওয়া।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।