হাওর বার্তা ডেস্কঃ জয়ের লক্ষ্যেই চট্টগ্রাম টেস্ট লড়ছে বাংলাদেশ। পঞ্চম দিনে বাংলাদেশের দরকার কয়েকটি উইকেটমাত্র। অন্যদিকে লিড বাড়িয়ে নিচ্ছে শ্রীলংকা।
এমন পরিস্থিতিতে ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে এসেছে মাত্র একটি পরিবর্তন।
চোটের কারণে ছিটকে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে তার বদলি হিসেবে কোনো পেসার নেওয়া হয়নি। শরিফুলের ইনজুরি কপাল খুলেছে ইয়াসির আলী রাব্বির। ঢাকা টেস্টে দলে যুক্ত হয়েছেন তিনি। এ মুহূর্তে চট্টগ্রাম টেস্টেও মাঠে আছেন এ ব্যাটার। তবে ব্যাটিং-বোলিং করতে পারবেন না তিনি।
সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্টের দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।