হাওর বার্তা ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখায় আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- আবু আহমেদ জমাদার ও কে এম হাফিজুল আলম।
দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন- মো. আব্দুল মতিন (পলাতক) ও আব্দুল মান্নান ওরফে মনাই।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে ২৪০ পৃষ্ঠার মধ্যে সারসংক্ষেপ অংশ পাঠ করা হয়। সকাল ১০টা থেকে রায় পড়া শুরু করেন বিচারপতি কে এম হাফিজুল আলম। এরপর রায় পড়েন বিচারপতি আবু আহমেদ জমাদার এবং সর্বশেষ দণ্ডসহ মূল রায় ঘোষণা করেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন- আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, ঋষিকেশ সাহা, সুলতান মাহমুদ সীমন, সাহিদুর রহমান, জাহিদ হাসান, সাবিনা ইয়াসমিন খান মুন্নি, রাজিয়া সুলতানা চমন, ব্যারিস্টার তাপস কান্তি বল, মোসফেকুর রহমান ও তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক।