হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচটি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। তবে ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত হওয়ার পর বেঁকে বসেছে আর্জেন্টিনা। ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করবে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে গত শুক্রবার ফিফার পাঠানো একটি চিঠি প্রকাশিত হয়েছে। সেখানে গত বছর স্থগিত হওয়া ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর আয়োজন করার জন্য বলা হয়েছে। এএফএ উপদেষ্টা আন্দ্রেস উরিচ আর্জেন্টিনার টেলিভিশনে ফিফার সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
“আমাদের বিশ্বাস, সিদ্ধান্তটি ন্যায্য নয় এবং আমরা মনে করি, আর্জেন্টিনার কারণে ম্যাচটি বাতিল হয়নি। আমাদের বিষয়টি আদালতে নিয়ে যেতে হবে এবং আমরা মনে করি আমাদের সেই অধিকার আছে।”
যে ম্যাচ নিয়ে এত আলোচনা, গত ৫ সেপ্টেম্বর দুই চির প্রতিদ্বন্দ্বীর সেই লড়াইটি নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। কিন্তু পাঁচ মিনিট পরই ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি।