হাওর বার্তা ডেস্কঃ কাতার বিশ্বকাপের টিকেট বিক্রির প্রথম দফা শেষ হয়েছে। তবুও থামেনি ফুটবলপ্রেমিকদের চাহিদা। আর তাই ফিফা আবাও নতুন তারিখ ঘোষণা করলো টিকেট বিক্রির।
ফিফা জানিয়েছে, প্রথমদফায় মোট ৮ লাখ ৪ হাজার ১৮৬টি টিকেট কিনেছেন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমিক দর্শকরা।
ফিফা আরও জানায়, যারা এখনো টিকেট কিনতে পারেননি, তাদের জন্য দ্বিতীয় দফা বিক্রি শুরু হবে ৫ এপ্রিল থেকে।
সবচেয়ে বেশি টিকেট কিনেছেন যেসব দেশের অধিবাসীরা, সেগুলোর মধ্যে রয়েছে- কাতার, আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো, আরব আমিরাত, জার্মানি, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা, সৌদিআরব।
সবচেয়ে বেশি টিকেট বিক্রি হয়েছে উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের। এই বিশ্বকাপের উদ্বোধন হবে আলখোর আলবাইত স্টেডিয়ামে, আর ফাইনাল হবে লুসাইল স্টেডিয়ামে।