হাওর বার্তা ডেস্কঃ আর মাত্র একদিন। ৩১ মার্চ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা।
দলের প্রস্তুতি, কন্ডিশন, লক্ষ্য নিয়ে এক ভিডিওবার্তায় আজ কথা বলেছেন তরুণ বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এর আগে কিংসমিডে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সালে যুবদলের হয়ে খেলতে গিয়েছিলেন। যেখানে আবার টানা জয়ের সুখস্মৃতিও আছে।
শান্ত সেই অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রায় ৬-৭ বছর আগে এসেছিলাম। তখনও ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি, সবগুলো ম্যাচই আমরা জিতেছি।’
বাঁহাতি এই ব্যাটার যুবদলের হয়ে খেলার অভিজ্ঞতাই ঢেলে দিতে চান সুযোগ মিললে। আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘ওই সময় আমার ২-৩টা বড় স্কোর ছিল। এবার আবার সুযোগ আসলে ওই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব, আশা করছি ভালো কিছুই হবে।’
বাংলাদেশ দল এখন ধারাবাহিকভাবে বিদেশেও ভালো করছে। নিউজিল্যান্ডে টেস্ট জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সফরে ওয়ানডে সিরিজও জিতেছে।
শান্ত জানান, এখন দলের সবার নিজেদের ওপর বিশ্বাস জন্মেছে। তিনি বলেন, ‘পুরো দলের মানসিকতা ও পরিবেশ বদলে গেছে। আগে যখন এশিয়ার বাইরে খেলতাম, জিততে পারি এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটা ছিল না। এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারি- আস্তে আস্তে এই বিশ্বাসটা তৈরি হচ্ছে। বলছি না খেললেই জিতে যাব। তবে আমরা প্রক্রিয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এখানেও জেতা সম্ভব এই বিশ্বাস তৈরি হয়েছে।’