হাওর বার্তা ডেস্কঃ বিয়ে আসরে জামাইয়ের জুতা চুরি হবে না, সেটা কী করে হয়? নতুন জামাইয়ের জুতা চুরি করে লুকিয়ে রাখেন শ্যালক-শ্যালিকারা, পরে টাকা দিয়ে সেই জুতো উদ্ধার করতে হয়। উপমহাদেশের বিয়েতে এমন মজার রীতি চালু আছে হাজার বছর ধরে।
কিন্তু অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সেই রীতি বুঝতে না পেরে থানায়ই মামলা ঠুকে দিলেন! অস্ট্রেলিয়ান গণমাধ্যমে এসেছে এমন খবর।
ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে সেই ২০১৭ সাল থেকে প্রেম ম্যাক্সওয়েলের। অবশেষে তারা চলতি মাসে বিয়ের পিড়িতে বসেছেন। প্রথমে অস্ট্রেলিয়া রীতি মেনে বিয়ে হয়। পরে বিয়ের অনুষ্ঠান হয় তামিল রীতিতে।
ভারতীয় সেই বিয়ের অনুষ্ঠানেই মজা করে কেউ নতুন জামাই ম্যাক্সওয়েলের জুতা লুকিয়ে ফেলেন। বেচারা ম্যাক্সওয়েল ভেবেছিলেন, চুরি হয়ে গেছে তার জুতা। তাই সোজা গিয়ে মামলা ঠুকে দেন থানায়।
পরে অবশ্য ব্যাপারটি পরিষ্কার হয় ম্যাক্সওয়েলের কাছে। উপমহাদেশের বিয়েতে এমন মজার রীতি চালু আছে জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।