হাওর বার্তা ডেস্কঃ লিওনেল মেসির পিএসজির সময়টা ভালো কাটছে না। চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজি বিদায়ের পর তাকে শুনতে হয়েছে ভক্তদের দুয়ো। কিন্তু জাতীয় দলে ফিরেই স্বরূপে জ্বলে উঠলেন মেসি। তার উপস্থিতিতে দারুণ ফুটবল উপহার দেওয়া আর্জেন্টিনা সহজেই হারালো ভেনেজুয়েলাকে। বাংলাদেশ সময় শনিবার ভোরে বোকা জুনিয়র্সের মাঠে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে শুরু নিকোলাস গনসালেস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আনহেল দি মারিয়া। ম্যাচের তৃতীয় গোলটি করেন স্বাগতিক অধিনায়ক মেসি। গত ফেব্রুয়ারিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারানো দলে ১০ পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তবে পরিবর্তনের ছড়াছড়িতেও খেলায় কোনো প্রভাব পড়েনি। নিজেদের চেনা ফুটবলটাই খেলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
করোনাভাইরাস থেকে সেরে ওঠলেও ক্লাবের অনুরোধে সবশেষ দুই ম্যাচে মেসিকে খেলায়নি আর্জেন্টিনা। দলে ফেরা অধিনায়কই পান প্রথম ভালো সুযোগ। চতুর্থ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরের পোস্টে তার বাঁকানো শট ঝাপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক। ৩৩তম মিনিটে মেসির দারুণ পাসে হোয়াকিন কোররেয়ার শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৩৫ মিনিটে আর পারেননি তিনি। দে পলের চমৎকার নিচু ক্রসে গোল করেন গনসালেস। চার মিনিট পর সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে ভেনেজুয়েলা। ৫৩তম মিনিটে আবার সুযোগ আসে তার সামনে। হেড রাখতে পারেননি লক্ষ্যে। ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা দি মারিয়া। নিজেদের অর্ধ থেকে দে পলের বাড়ানো বল ধরে তিন ডিফেন্ডারকে এড়িয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে চিপ শটে জাল খুঁজে নেন তিনি।
১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে স্কালোনির দল আছে দুই নম্বরে। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে একুয়েডর। সমান ২৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে চারে উরুগুয়ে। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এই চার দল এরই মধ্যে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। এর জন্য লড়াইয়ে আছে পেরু (২১), কলম্বিয়া (২০) ও চিলি (১৯)।