ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিলিকে উড়িয়ে দিল ব্রাজিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • ১১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চোট কাটিয়ে মাঠে জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠলেন নেইমার। শুক্রবার ভোরে চিলিকে অনায়াসেই হারাল ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম‍্যাচে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। শুরুতে নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি নামার কিছুক্ষণ পর গোল করেন ফিলিপে কৌতিনিয়ো, যোগ করা সময়ে ব‍্যবধান আরও বাড়ান রিশার্লিসন।

ম্যাচের ১৯তম মিনিটে দারুণ একটি সুযোগ পান নেইমার। কিন্তু একটুর জন‍্য তার শট থাকেনি লক্ষ‍্যে। ৩৭তম মিনিটে আবার ব্রাভোকে একা পেয়েও জালের দেখা পাননি নেইমার। অবশ‍েষে ৪৪তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে এটি তার ৭১তম গোল। নেইমারকেই চিলির মাওরিসিও ইসলা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগিতকরা।

শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই আবার গোল খেয়ে বসে চিলি। গোলরক্ষক ব্রাভোর বাজে ক্লিয়ারেন্সে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান এন্টনি। তার স্কয়ার পাসে বাকিটা সারেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের জালে বল পাঠান হোয়াকিন মন্তেসিনোস। কিন্তু আর্তুরো ভিদাল অফসাইডে থাকায় ভিএআরে গোল মেলেনি।

৭২তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন কৌতিনিয়ো। প্রতি আক্রমণে দ্রুত গতিতে এগোনো এন্টনিকে ছুটে গিয়ে ব্রাভো ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। বদলি নামার কিছুক্ষণ পর গোল পান রিশার্লিসনও। যোগ করা সময়ে চমৎকার জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। আন্তমহাদেশীয় প্লে-অফে জিতে বিশ্বকাপে যাওয়ার এখনও একটি সুযোগ আছে চিলির (১৯)। তবে তার জন্য লড়াই করে জিততে হবে পেরু (২১) ও কলম্বিয়ার (২০)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চিলিকে উড়িয়ে দিল ব্রাজিল

আপডেট টাইম : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

হাওর বার্তা ডেস্কঃ চোট কাটিয়ে মাঠে জাতীয় দলের জার্সিতে জ্বলে উঠলেন নেইমার। শুক্রবার ভোরে চিলিকে অনায়াসেই হারাল ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম‍্যাচে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। শুরুতে নেইমার দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি নামার কিছুক্ষণ পর গোল করেন ফিলিপে কৌতিনিয়ো, যোগ করা সময়ে ব‍্যবধান আরও বাড়ান রিশার্লিসন।

ম্যাচের ১৯তম মিনিটে দারুণ একটি সুযোগ পান নেইমার। কিন্তু একটুর জন‍্য তার শট থাকেনি লক্ষ‍্যে। ৩৭তম মিনিটে আবার ব্রাভোকে একা পেয়েও জালের দেখা পাননি নেইমার। অবশ‍েষে ৪৪তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে এটি তার ৭১তম গোল। নেইমারকেই চিলির মাওরিসিও ইসলা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগিতকরা।

শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই আবার গোল খেয়ে বসে চিলি। গোলরক্ষক ব্রাভোর বাজে ক্লিয়ারেন্সে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান এন্টনি। তার স্কয়ার পাসে বাকিটা সারেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের জালে বল পাঠান হোয়াকিন মন্তেসিনোস। কিন্তু আর্তুরো ভিদাল অফসাইডে থাকায় ভিএআরে গোল মেলেনি।

৭২তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন কৌতিনিয়ো। প্রতি আক্রমণে দ্রুত গতিতে এগোনো এন্টনিকে ছুটে গিয়ে ব্রাভো ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। বদলি নামার কিছুক্ষণ পর গোল পান রিশার্লিসনও। যোগ করা সময়ে চমৎকার জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। আন্তমহাদেশীয় প্লে-অফে জিতে বিশ্বকাপে যাওয়ার এখনও একটি সুযোগ আছে চিলির (১৯)। তবে তার জন্য লড়াই করে জিততে হবে পেরু (২১) ও কলম্বিয়ার (২০)।