হাওর বার্তা ডেস্কঃ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য কদিন আগেই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ টিটে। সেই স্কোয়াডে জায়গা হয়েছে রিচার্লিসনের। এভারটনের এই তারকা এবারের আগে সর্বশেষ দুটি স্কোয়াডে জায়গা হারিয়েছিলেন। সেই দুইবার ডাক না পেয়ে খুবই কষ্ট পেয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন।এবার দলে ডাক পেয়ে রিচার্লিসন জানালেন, ব্রাজিলের জন্য নিজের জীবন বাজি রেখে খেলেন তিনি। রিচার্লিসন বলেন, ‘গত দুটি স্কোয়াডে ডাক না পেয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি কষ্ট পেয়েছি কারণ আমি জানি যে, আমি সেখানে থাকতে পারতাম। আবার যারা ডাক পেয়েছে তারাও যোগ্য ছিল। অনেকেই আছে যারা ডাক পাওয়ার যোগ্য। সুতরাং আমি আবার পরিশ্রম করতে শুরু করি ডাক পাওয়ার জন্য। ব্রাজিল দল থেকে ছিটকে পরা আমাকে সবসময় কষ্ট দেয়। কারণ, আমি কখনোই নিজেকে ব্রাজিল দলের বাইরে দেখব- এমনটা ভাবি না। ’
২৪ বছর বয়সী এই তারকা আরো বলেন, ‘দল থেকে বাদ পড়ে কিছুদিন বিমর্ষ ছিলাম। কিন্তু পরে আবার স্বাভাবিক হই, কঠোর পরিশ্রম শুরু করি এবং এখন আবার ফিরে এসেছি। আমি বিশ্বসেরাদের একজন নাও হতে পারি। কিন্তু আমি নিশ্চিত, আমি যখন মাঠে প্রবেশ করি, তখন আমি ব্রাজিলের জন্য আমার জীবন বাজি রেখে খেলি। আমার দল যাতে তিন পয়েন্ট জিততে পারে, সেজন্য আমি যা সম্ভব সবই করি। ’