হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোর রাতে জেলা সদরের চওড়াবড়গছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাঞ্চনপাড়ার অলিয়ার রহমান মুরগি ব্যবসায়ী। তার খামারে প্রায়ই কোনো না কোনো অজ্ঞাতনামা প্রাণী মুরগি খেয়ে যায়। এ কারণে তিনি অতিষ্ট হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শুক্রবার ভোর রাতে খামারের ফাঁদে জড়িয়ে চিতা বাঘটির মৃত্যু হয়।
খামারি অলিয়ার রহমান বলেন, আমার খামারের পেছন দিকে পুরোটাই জঙ্গল। মুরগি বাঁচাতে পিছনের দিকে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। আজ ভোরে চিৎকার শুনে দেখি একটি চিতা বাঘ পড়ে আছে।
জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, এটি একটি লেপার্ড। ভারতীয় হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, এটি বন বিভাগের বিষয়। তারা কি পদক্ষেপ নেবেন, আমাদের জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।