দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে অপহৃত উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও শিশুটির মায়ের একটি ব্যাগ, খোয়া যাওয়া টাকা ও ব্যাগে থাকা গয়নাগাটিও উদ্ধার করেছে পুলিশ।শিশুটি গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত রাওনা গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা। বুধবার দুপুরে গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ অপহৃত শিশুটিকে উদ্ধারের বিষয়ে তথ্য জানান। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ মার্চ) আসরের পর জাহাঙ্গীরের স্ত্রী রাওনা গ্রামের বাড়ি থেকে ৪ বছরের শিশু সস্তানকে নিয়ে বের হন। পরে তিনি গফরগাঁও রেলস্টেশনে এসে সেখানে থেকে রিকশাযোগে উপজেলা পরিষদের দিকে আসার পথে স্থানীয় চট ফ্যাক্টরীর সামনে জনৈক এক ব্যক্তি তার কাছে একটি ঠিকানা জানতে চান। এ সময় অজ্ঞাত আরেক নারী এসে তার নাকে-মুখে রুমাল চেপে অজ্ঞান করে তার শিশু সন্তান ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এর পর মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। পরে সন্ধ্যায় বিষয়টি গফরগাঁও থানার ওসিকে অবগত করলে তিনি পুলিশের ৪টি টিম ছড়িয়ে দেন। এর আধঘন্টা পরেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বুধবার সকালে খোয়া যাওয়া ব্যাগটিও উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মেদ বলেন, শিশু ও খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করে তার স্বামীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে পুলিশি তৎপরতায় অপহৃত শিশু আধা ঘন্টায় উদ্ধার
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- ১৪৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ