হাওর বার্তা ডেস্কঃ ডাচ ফুটবল কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফ ইসলাম গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার (৪ মার্চ) ইনস্টাগ্রামের পোস্টে একথা জানান ৪৫ বছর বয়সী সাবেক এ ফটবলার। আরব আমিরাত সফরকালে তিনি ইসলাম গ্রহণ করেন। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ সূত্রে এ খবর জানা যায়।
ইনস্টগ্রামে ছবি পোস্ট করে নিজের ইসলাম গ্রহণের কথা জানান সিডর্ফ। তিনি লিখেন, ‘মুসলিম পরিবারে যুক্ত হওয়ায় যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সারাবিশ্বের ভাই-বোনদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষত আমার স্ত্রী সোফিয়ার প্রতি, তিনি আমাকে গভীরভাবে ইসলামের অর্থ উপলব্ধি করতে শিখিয়েছেন। ’
সিডর্ফ আরো লিখেন, ‘আমি নাম পরিবর্তন করিনি, আমার বাবা-মায়ের দেওয়া ক্লিয়ারেন্স সিডর্ফ নাম চালিয়ে যাব। সারাবিশ্বের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইল। ’
সিডর্ফের স্ত্রী সোফিয়া ইনস্টাগ্রামে লিখেন, ‘প্রিয়তম ক্যারেন্স সিডর্ফের মুসলিম হওয়ার বিশেষ মুহূর্তে অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তোমাকে সুস্বাগত। আশাকরি, তুমি বিশ্বকে অনুগ্রহ করে যাবে। অব্যাহত থাকুক সবার প্রতি আপনার অনুগ্রহ এবং বিশ্বকে অনুপ্রাণিত করুন। তোমার প্রতি ভালোবাসা। ’
ক্লিয়ারেন্স সিডর্ফ একজন পরিশ্রমী ও বহুমুখী প্রথিভার অধিকারী। কমপক্ষে ছয়টি ভাষায় তিনি কথা বলতে পারেন। তিনি ডাচ জাতীয় দলে ৮৭ বার খেলেছেন এবং তিনটি উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে খেলেছেন এবং পরবর্তী তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন।